খোরাক
লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৪:১১ রাত
স্ত্রী তার অনিন্দ্য সুন্দরী, বড় বড় নেতাদের সাথে তার সংশ্রব। তিনি হালে নাকি মহিলা নেত্রী। ভদ্রলোকের যত আপত্তি বিপত্তি সেখানে। ঘরবার ছেড়ে স্ত্রী মঞ্চে গলা হাঁকাবে, নেতাদের সাথে জমে আখড়া দিবে, এ কি করে হয়? সুধালাম, ভাই! স্ত্রী সুন্দরী বলে আপত্তি নাকি নেত্রী বলে? বলেন, দুটাই। বুঝলাম, সুন্দরী বলে শঙ্কা, তবে নেত্রী বলে কেন? আমাদের প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রীতো মহিলা? বলেন, নেত্রীরা নেতাদের খোরাক। ভাইয়েরা, আচ্ছা বলেনতো! নেত্রীরা নেতাদের খোরাক নাকি নেতারা নেত্রীদের খোরাক। চায়তো দোহে দোহেকে।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন